শিরোনাম
◈ ফাইনা‌লে ম‌্যাচ হার‌লেও  গোলের সেঞ্চুরিতে ই‌তিহাস গড়‌লেন রোনালদো ◈ জাতীয় নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে নানা প্রশ্ন, সমঝোতা না হলে বাড়বে বিবাদ ◈ যশোর-সাতক্ষীরা গামী বাসে অজ্ঞান পার্টিরা লুটে নিল গরু ব্যবসায়ীর টাকা ◈ ভারত–চীন ঘনিষ্ঠতা: এশিয়ার ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ মধ্যরাতে উত্তাল বুয়েট, ৩ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা (ভিডিও) ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটি কবে? ◈ ডিসেম্বরে তফসিল ঘোষণা, পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না: কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ ◈ বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে আদর্শিক লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের ◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ থেকে এসে বাংলাদেশের মানুষের মনের কথা, দুঃখ-ব্যথা কেউ বুঝবে না: ফরহাদ মজহার

কুড়িগ্রাম প্রতিনিধি : বেগম খালেদা জিয়া এ দেশের একমাত্র আপোসহীন নেত্রী। তাঁর আপোষহীন সংগ্রাম ছাড়া সাম্প্রতিক গণঅভ্যুত্থান কোনভাবেই সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ হলরুমে “জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি” বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ মজহার আরও বলেন, বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধেও সাজানো গ্রেনেড হামলার মামলা দেওয়া হয়েছিল, যেখানে তিনি ফাঁসির আসামি ছিলেন। শেষ পর্যন্ত আদালত এসব মিথ্যা মামলায় তাকে খালাস দিয়েছে। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপি ও জামায়াতের হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

তিনি বলেন, দেশে শেখ হাসিনার মতো অত্যাচারী সরকার আর কখনো যেন না আসে। রাজনৈতিক নেতাদের কাছে নতি স্বীকার করে ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেনাবাহিনীর সমর্থন ছাড়া এই সরকার টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও যোগ করেন, “বিদেশ থেকে এসে বাংলাদেশের মানুষের মনের কথা, দুঃখ-ব্যথা কেউ বুঝবে না। আমাদের নিজেদেরকেই সচেতনভাবে দায়িত্ব নিতে হবে। একটি গ্রহণযোগ্য গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলকে যুক্ত করতে হবে। সবার প্রথম কাজ হবে একটি নতুন সংবিধান প্রণয়ন করা, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। সবার মতামতের ভিত্তিতেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দীন এবং সঞ্চালনা করেন পরিষদের সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক শাহরিন আরাফাত, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, জুলাই যোদ্ধা আবদুল্লাহ আল নাহিন, অধ্যাপক আব্দুল বারী, সহকারী অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়