শেখ মো. আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোর–খুলনা মহাসড়কের নওয়াপাড়া থেকে বসুন্দিয়া পর্যন্ত চলছে জোড়াতালি দিয়ে মেরামতের কাজ। পুরো মহাসড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে পিচ ব্যবহার না করে ইট ফেলে যেনতেনভাবে সড়ক সচল রাখার চেষ্টা করছে সড়ক ও জনপথ বিভাগ।
সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া বাজার থেকে বসুন্দিয়া পর্যন্ত কয়েকটি নতুন অংশ ছাড়া (নওয়াপাড়া বাজার, বেঙ্গল রেলক্রসিং, ভাঙাগেট রেলক্রসিং ও চেংগুটিয়া) পুরো সড়ক প্রায় অচল। সর্বত্র ছোট-বড় গর্ত, ইট ও খোয়া ভরাট সড়ক যানবাহন চলাচলে ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে।
সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন যানবাহন নষ্ট হয়ে মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
ব্যবসায়ী নাজির হোসেন বলেন, “কয়েক বছর ধরে মহাসড়কের বেহাল দশা। গর্তে ইট ফেলে মেরামত করা হলেও তা টেকে না। গর্তে ইটের খোয়া ছড়িয়ে মোটরসাইকেল ও তিন চাকার যানবাহনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।”
বাস চালক মতিয়ার জানান, “রাস্তার অবস্থা এতটাই খারাপ যে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না। প্রতিনিয়ত গাড়ি নষ্ট হচ্ছে।”
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, “সড়ক ব্যবহারের উপযোগী রাখতে অস্থায়ীভাবে মেরামতের কাজ চলছে। দরপত্র সম্পন্ন হওয়ায় মজুমদার মিলের সামনের অংশ শিগগিরই নতুন করে নির্মাণ শুরু হবে।”