শিরোনাম
◈ ইইউ বাজারে ১৭.৯% রপ্তানি প্রবৃদ্ধি, বাংলাদেশের আয় ১০.২৯ বিলিয়ন ইউরো ◈ গণঅভ্যুত্থান, শোকবার্তা ও সমালোচনার মুখে শাকিব খান: দিলেন স্পষ্ট ব্যাখ্যা ◈ ‘জুলাই সনদ’ নিয়ে লিখিত মতামত দিল বিএনপি ◈ চারদিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ‘মওলানা ভাসানী সেতু’: বদলে যাবে গাইবান্ধা-কুড়িগ্রামের অর্থনীতি ও যোগাযোগ ◈ টানা বৃষ্টিতে হ্রদের পানি বিপদসীমায়, আবারো খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট ◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৪:৫৯ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে নকল টাকা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ১, জাল নোট উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নকল ও জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকারী একটি প্রতারক চক্রের মূলহোতাকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫। এ সময় তার কাছ থেকে জাল নোটসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শহিদুল ইসলাম (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার হাট বাকইল গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-৫, সিপিএসসি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি অসাধু চক্র টাকার বান্ডিলের মাঝে নকল ও জাল নোট রেখে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিল। এই তথ্যের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে শহিদুল ইসলামের কাছ থেকে নগদ ৯,০০০ টাকা উদ্ধার করা হয়, যার মধ্যে ৫,০০০ টাকার জাল নোট ছিল। এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শহিদুল জানান যে, তিনি একটি চোরাচালান সিন্ডিকেটের মূলহোতা হিসেবে দীর্ঘদিন ধরে জাল নোট প্রস্তুত ও বিতরণের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়