বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার (১৮ আগস্ট) থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনরা।
এর আগে একই দাবিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা যৌথভাবে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তারা জানিয়েছেন, এই সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রোববার (১৭ আগস্ট) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসক স্টাফরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন।