সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে এক সংখ্যালঘুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক নারী মারাত্মক আহত হন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাতটার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোটগ্রামের কলেজ রোডস্থ মৃত চিত্তরঞ্জন সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিত্তরঞ্জন সাহার স্ত্রী মল্লিকা রাণী সাহা ও তার কন্যা বাড়িতে অবস্থান করছিলেন। সকালে ঘুম থেকে জেগে মল্লিকা রাণী ঘরের বাইরে এলে আগে থেকেই ওৎপেতে থাকা ডাকাত দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে প্রবেশ করে। ডাকাতদল তার চোখ বেঁধে মারধর শুরু করলে মেয়ে তাপসী সাহা এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। ডাকাতরা তাকেও আঘাত করে চোখ বেঁধে ফেলে।
চিৎকারের চেষ্টা করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তাপসী সাহা। তার বাম হাতের রগ কেটে যাওয়ায় বোয়ালমারীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর রেফার্ড করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে যায়।
মল্লিকা রাণী জানান, সম্প্রতি আমার ছোট মেয়ে তাপসী সাহার বিয়ের কথাবার্তা চলছে। সম্ভাবত ডাকাতদল এ বিষয়টি অবগত। মেয়ের বিয়ের জন্য গচ্ছিত স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কোথায় রেখেছিÑ তা জানার জন্য ডাকাতেরা আমাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা প্রতিটি কক্ষে থাকা আলমারি, বাক্স ও অন্যান্য আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে বোয়ালমারী থানায় মৌখিক অভিযোগ করলে স্থানটি পরিদর্শন করেছে বোয়ালমারী থানা পুলিশ।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, এটি একটি চুরির ঘটনা। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।