শিরোনাম
◈ নামজারি প্রক্রিয়ায় দেরি সহ্য নয়, সময় বেধে দিয়ে ভূমি মন্ত্রণালয়ের কড়া বার্তা ◈ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় ড. ইউনূসের পাশে থাকা কে এই তরুণী! ◈ প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে ◈ সাংবাদিকদের দলীয় কর্মী নয়, মানুষের কণ্ঠস্বর হতে হবে : আমীর খসরু মাহমুদ  ◈ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফরিদপুরে মধুমতী তীর রক্ষা বাঁধে ধস ◈ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে: কাপাসিয়ায় আনন্দ মিছিলেই যুবদল নেতার মৃত্যু ◈ কিশোরগঞ্জে গণ-অভ্যুত্থান দিবসের মিছিলে অংশ নিয়ে বিএনপি নেতার মৃত্যু ◈ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া ভাষণে যা আছে.. ◈ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ইসি’কে চিঠি দেবে সরকার: প্রধান উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০৭:৫৭ বিকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে: রাজিব আহসান

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছাড়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান ছাড়া সবাই বিক্রি হয়েছে মন্তব্য করে জাতীয়তাবাদি স্বচ্ছােসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, সরকারের যারা সুবিধাভোগী মানুষ, তারা নির্বাচন দিবে এটা আমি মনে করিনা। নির্বাচনটা আমাদের লড়াই করে অর্জন করতে হবে। নির্বাচন দেওয়ার মতো পরিবেশ তৈরী করতে হবে এবং মানুষের যে সমর্থন, সেই সমর্থনকে নির্বাচন দেওয়ার জন্য বাধ্য করতে হবে। 

রোববার (০৩ আগস্ট) বিকালে নোয়াখালী জেলা শহরের গ্রীন হলে জেলা স্বচ্ছােসেবক দল আয়োজিত জেলার তৃণমূল নেতৃবৃন্দরে সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় নোয়াখালী জেলা স্বচ্ছােসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যরে মধ্যে কেন্দ্রীয় স্বচ্ছােসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেড.আই কামাল, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহম্মদ পলাশ প্রমূখ বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও জেলা নেতারা জেলার প্রত্যকেটি ইউনিটের নেতৃবৃন্দকে সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন। 
নোয়াখালী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়