শিরোনাম
◈ বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবিরোধী কর্মকাণ্ড হবে না: দিল্লিতে ঢাকার রাষ্ট্রদূত ◈ আবারও ভাঙলো জাতীয় পার্টি ◈ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে মামলা কর‌তে যা‌চ্ছে 'জা‌স্টিস ফর প্লেয়ার্স' ◈ নামজারি প্রক্রিয়ায় দেরি সহ্য নয়, সময় বেধে দিয়ে ভূমি মন্ত্রণালয়ের কড়া বার্তা ◈ ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের সময় ড. ইউনূসের পাশে থাকা কে এই তরুণী! ◈ প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে ◈ সাংবাদিকদের দলীয় কর্মী নয়, মানুষের কণ্ঠস্বর হতে হবে : আমীর খসরু মাহমুদ  ◈ নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ফরিদপুরে মধুমতী তীর রক্ষা বাঁধে ধস ◈ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে: কাপাসিয়ায় আনন্দ মিছিলেই যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১১:২১ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপত্তির পর নিজামী-সাঈদী-সাকার ছবি সরাল ঢাবি প্রশাসন

বাম ছাত্র সংগঠন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীদের আপত্তির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা শিবির আয়োজিত ‘আমরাই ৩৬ জুলাই : আমরা থামব না’ থেকে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ 'মানবতাবিরোধী অপরাধে' দণ্ডিত নেতাদের ছবি সরিয়েছে ঢাবি প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাবির টিএসসিতে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত নানা চিত্র প্রদর্শনী শুরু করে ঢাবি শাখা শিবির। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ঘটা বিভিন্ন অন্যায়, গুম, খুন এই চিত্র প্রদর্শনীতে স্থান পায়। এতে স্থান পায় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান চৌধুরী ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবিও।

এ নিয়ে বাম ছাত্র সংগঠন ও বাগছাস নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান। বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে এর প্রতিবাদে জানান এবং ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানান।

পরে তাদের দাবির মুখে সন্ধ্যা সাড়ে ৬টায় চিত্র প্রদর্শনীতে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি শাখা শিবিরকে ছবিগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাবি ছাত্রশিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক মাজহারুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ছাত্রশিবিরকে জানিয়ে এবং তাদের সম্মতিতেই ছবি সরানো হয়েছে।

এ সময় সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে শিবির সম্মতিক্রমেই ছবিগুলো সরানো হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা চাই না। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়