শিরোনাম
◈ তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের ◈ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল ইসলাম ইসলাম ◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি! ◈ ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা! ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ঝুঁকি ◈ এনসিপির কাছে নীলা ইস্রাফিলের প্রশ্ন— আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? ◈ ক্ষমতাচ্যুত হাসিনার অডিওতে এখনো প্রতিশোধপরায়ণতা: ড. আসিফ নজরুল

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ৮, নেতৃত্বে ‘ভুয়া নেতা’ সুমন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় সেনাবাহিনীর পরিচালিত এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি বসতবাড়ি ঘিরে ফেলে সেখান থেকে আটজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫টি ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ২টি ককটেল, ৪টি ভুয়া পরিচয়পত্র, ৩টি খালি গুলিসহ পিস্তলের খোসা, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার।

জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—

বিষ্ণুপুর গ্রামের এসকে সুমন

কচুয়ার চন্দ্রপাড়া গ্রামের জাহিদুল ইসলাম

সদর উপজেলার হৃদয় মল্লিক

পিরোজপুরের রঘুনাথপুরের জাকারিয়া হোসেন

গোপালপুর গ্রামের মোহাম্মদ অভি

বিষ্ণুপুর গ্রামের শেখ মুফাসসিল হোসেন

বারইখালী গ্রামের সবুজ কুমার সাহা

মৃত আশরাফ আলীর মেয়ে রিক্তা আক্তার

প্রতারণার মাধ্যমে এসকে সুমন নিজেকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী জানান, সুমন সংগঠনের নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালালেও তিনি কখনোই সংগঠনের বৈধ সদস্য ছিলেন না।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়