অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও বিস্ময়কর ঘটনা।
সোমবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে জামালউদ্দিন (৭০) নামের এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। ইসলামি রীতিতে দাফনের প্রস্তুতিও শুরু হয়।
তবে বেলা সাড়ে ১১টার দিকে মৃতদেহ গোসল করানোর সময় আকস্মিকভাবে জামালউদ্দিন নড়ে উঠেন। তিনি হাত-পা নাড়িয়ে জীবিত থাকার ইঙ্গিত দেন। উপস্থিত স্বজনরা বিস্ময়ে হতবাক হয়ে যান। কেউ কেউ কান্না থামিয়ে দৃশ্যটি অবাক হয়ে দেখতে থাকেন।
পরিস্থিতি বুঝে দ্রুত তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে ভর্তির কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, জামালউদ্দিনের শ্বাসপ্রশ্বাস অত্যন্ত দুর্বল হয়ে যাওয়ায় তাকে মৃত বলে ভুল বোঝা হয়েছিল।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়রা এমন ঘটনার জন্য চিকিৎসকের অগাধ নির্ভরতার প্রশ্ন তুলেছেন এবং ভবিষ্যতে আরো সতর্কতা কামনা করেছেন।