শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পণ্যে ৩৫% পর্যন্ত শুল্ক ১ আগস্ট থেকে, ছাড় নয়: ট্রাম্প প্রশাসন ◈ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড: ইতিহাসে প্রথমবার ৪ বিলিয়ন ডলার অতিক্রম ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে বিচার শুরু, সাক্ষ্য দেবেন যারা ◈ চীনের ভয়ঙ্কর 'অদৃশ্য মারণাস্ত্র' এইচপিএম: বিশ্বজুড়ে উদ্বেগ, ভারত-যুক্তরাষ্ট্রেও চিন্তার ভাঁজ! (ভিডিও) ◈ দিল্লির গাজিয়াবাদে ‘ভুয়া রাষ্ট্রদূত’ ধরা পড়লেন: ৩০০ কোটি রুপি পাচার, জাল দূতাবাস চালিয়ে বিদেশ সফর ১৬২ বার! ◈ অস্ত্র যদি হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসলেন কেন, বাবরকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ: বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ◈ অ্যাসাইলাম আবেদন করলেই পাসপোর্ট দিচ্ছে না বাংলাদেশ মিশন, বিপাকে অস্ট্রেলিয়ায় শত শত বাংলাদেশি! ◈ বাংলাভাষী মুসলিমদের আটক করা ‘অবৈধ’, বাংলাদেশে পুশইন নিয়ে আরও যা বললেন ওয়াইসি ◈ যিনি প্রধানমন্ত্রী হোন তিনি তার পকেটে ক্ষমতা নিয়ে থাকেন: জোনায়েদ সাকি

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ০৯:০৯ রাত
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজিরপুরে বিধবা হত্যা: আড়াই মাস পর ২ জন গ্রেপ্তার

নাজমুল হক মুন্না, উজিরপুর, বরিশাল: বরিশালের উজিরপুর পৌরসভায় আলেয়া বেগম (৬৩) নামে এক বিধবাকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় দুই মাস ছয় দিন পর দু'জনকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মোঃ সজিব হাওলাদার (২৫) এবং উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মোঃ রনি (২৩)।

ঘটনাটি ঘটে গত ১৯ মে সকালে। উজিরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভিআইপি রোডের নিজ ভবন থেকে মৃত নূরে আলম তালুকদারের স্ত্রী আলেয়া বেগমের অর্ধগলিত ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশি আফসানা বেগম সকালে আলেয়া বেগমের খোঁজ নিতে গেলে মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পুত্র ২০ মে উজিরপুর মডেল থানায় একটি অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-১৩।

দীর্ঘ ২ মাস ৬ দিন পর গত ২৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর মডেল থানা পুলিশ সজিব হাওলাদার ও রনিকে গ্রেপ্তার করে। ২৬ জুলাই তাদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হলে আদালতের বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দু'জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়