আইরিন হক, বেনাপোল (যশোর) : ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে বিস্ফোরকসহ ৭ মামলার পলাতক আসামী মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে।
তার বিরুদ্ধে মৌলভিবাজার সদর থানায় বিস্ফোরকসহ ৭ টি মামলা রয়েছে।
বুধবার (২৩জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্য বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর সে গ্রেফতার হয়।
ইমিগ্রেশন তথ্য বলছে, এর আগে ভারতে ঢোকার সময় ইমিগ্রেশন ভবন থেকে ১৬ জন আ,লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যারা ০৫ আগষ্টের পর হত্যাসহ বিভিন্ন মামলার আসামী হয়েছিল।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াজ হেসেন মুন্সী জানান, আব্দুস ছামাদ আযাদ ইমিগ্রেশনে প্রবেশ করলে তার চলাফেরা সন্দেহ জনক মনে হয়। এসময় সে কোন রাজনীতির সাথে জড়িত আছে কিনা জিজ্ঞাসা করলে অস্বিকার করে। পরে তার পাসপোর্ট পরীক্ষা,নিরীক্ষা করে দেখা যায় সে একাধিক মামলায় কালো তালিকার আসামী। পরে তাকে গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ পরবর্তীতে আসামীকে মৌলভীবাজার থানা পুলিশের হাতে তুলে দিবে।