শিরোনাম
◈ ছোট্ট ফুলগুলোকে নিয়ে খেলবেন না”—মর্মস্পর্শী আহ্বান মাইলস্টোনের শিক্ষিকার ◈ মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব ◈ মাইলস্টোনে বিমান বি'ধ্বস্তের সিসিটিভির দৃশ্য (ভিডিও) ◈ চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও) ◈ বড় সমাবেশ থেকে জামায়াতের কী বার্তা দিল? ◈ কোনো বাবা-মা কী বলেছেন সরকারের কাছে আমাদের টাকা লাগবে, প্রশ্ন সালমান মুক্তাদির (ভিডিও) ◈ রংপুরে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে? ◈ নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬ ◈ ঐকমত্য কমিশনের বৈঠক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনেক বিষয়ে একমত, দ্বিমতও আছে ◈ টানা ১০ দিন ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের জানাজার নামাজ রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জানাজা শেষে তাকে নগরীর সপুরা গোরস্থানে দাফন করা হয়।

উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় তৌকিরসহ অন্যান্য সদস্যদের মৃত্যুর খবরে রাজশাহীজুড়ে শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশ নিতে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা অঝোরে কাঁদেন। তারা বলেন, "তৌকিরকে কয়েকবার দেখা হয়েছে। সে খুবই ভদ্র, বিনয়ী ছেলে ছিল। গত ঈদেও রাজশাহী এসেছিল। এত অল্প বয়সে জীবন চলে গেল! আমরা আল্লাহর কাছে তার জন্য জান্নাতের দোয়া করি এবং সরকারের কাছে দাবি জানাই যেন তার পরিবারের যথাযথ খেয়াল রাখা হয়।"

জানাজার সময় স্টেডিয়ামের ভেতরে পরিবারের সদস্যরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পান। এরপর র‌্যাব-৫ এর একটি গাড়িতে করে স্বজনদের বাসায় নিয়ে যাওয়া হয়।

এসময় তৌকিরের মা সালেহা খাতুন পুত্রশোকে ভেঙে পড়েন। আহাজারি করে ছেলেকে উদ্দেশ করে বলেন, "আব্বা, তুমি কোথায় গেলে? তুমি শহীদ হয়েছ, আব্বা!" ছোট বোন বৃষ্টি খাতুনও কান্নায় ভেঙে পড়েন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, "ও ভাইয়া, তুই সকালে একবার ফোন করতে পারলি না? একটু কথা বললি না কেন?"

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন তৌকিরের বাবা তহুরুল ইসলাম। তিনি বলেন, "আমার ছেলে খুব ভদ্র ও নম্র ছিল। তার আচার-আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন।" এ কথা বলার সময় তিনিও আবেগে ভেঙে পড়েন।

জানা গেছে, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট উপজেলায়। তবে রাজশাহী নগরীর উপশহর এলাকায় তারা বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। নগরীর সপুরা ছয়ঘাটি মোড়ে তাদের নিজস্ব বাসার নির্মাণকাজ চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়