শিরোনাম
◈ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি ◈ জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ উপদেষ্টা ◈ পোড়া শরীর নিয়ে বের হচ্ছে অনেকে ◈ ইলিশের দাম কমাতে পদক্ষেপ নেবে সরকার: ফরিদা আখতার ◈ ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, গুরুত্ব পাচ্ছে অভিবাসন ইস্যু ◈ রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১, হতাহতের শঙ্কা (ভিডিও) ◈ মিরপুর ডিওএইচএস-এ ভরদুপুরে ডাকাতি, আসলে কী ঘটেছিলো? (ভিডিও) ◈ বেনাপোলে রেলপথে বানিজ্য ঘাটতি ২৯ হাজার মোট্রিক টন ◈ বিশ্বের ১০টি ভয়ঙ্কর বিমানবন্দর: যেখানে অবতরণ মানেই শ্বাসরুদ্ধকর চ্যালেঞ্জ! ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে রহিত সিংহ নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মনকষা ইউনিয়নের চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এতথ্য নিশ্চিত করেন।

এদিকে নিহতের পরিবারকে সহায়তা দেয়ার কথা জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। ৬ বছর বয়সী রহিত সিংহ শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়া গ্রামের রাজুু সিংহের ছেলে। সে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বলেন, সকালে রহিত সিংহ বৃষ্টির মধ্যে ওয়াশরুমে যাবার সময় বিদ্যালয়ের সামনে বজ্রপাতে হলে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মনকাষা-চৌকায় এক শিশু শিক্ষার্থী বজ্রপাতে মৃত্যু হয়েছে। তার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, বজ্রপাতে রহিত সিংহ নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়