শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাডীতে অটোরিক্সার ধাক্কায় শুভ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শুভ মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিপস কিনতে বাড়ির পাশের দোকানে যায় শুভ। চিপস কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এসময় শুভর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা বাজারে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কোহিনুর রহমান। পরে রবিবার সকালে জানাযা শেষে লাশ দাফন করা হয়৷ শিশু শুভর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এই ঘটনায় শিশুর পরিবারের কারোর প্রতি কোন অভিযোগ নেই এই মর্মে আমাদের কাছে লিখিত দেয়ায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়