শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০২:৫৫ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বৈষম্যবিরোধী নেত্রী ও পুলিশের ওপর হামলা : নগরকান্দা থানার ওসি প্রত্যাহার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বৈশাখী ইসলাম বর্ষা ও পুলিশের ওপর হামলার ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে স্ট্যান্ড রিলিজ (প্রত্যাহার) করা হয়েছে।
 
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামসুল আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনিক সিদ্ধান্তে  ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুরের পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার (৩১ মে) পুলিশ সুপার মো: আব্দুল জলিল এ নির্দেশনা দেন।
 
এর আগে শুক্রবার (৩০ মে) নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়ায় বর্ষা ও তার বাবার উপরে হামলা হয়। পুলিশ জড়িতদের গ্রেপ্তার করে থানায় আনার পথে পুলিশের গাড়িতে হামলা করে ভাংচুর ও গাড়ির চালককে আহত করা হয়। 
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহ্ মো. আরাফাত অভিযোগ করেন, ঘটনাস্থলে হামলার খবর পেয়ে পুলিশ সেখানে দ্রুত উপস্থিত হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতারা নিরাপত্তা পান, কিন্তু জেলা পর্যায়ের নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 
উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানায় ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়