শিরোনাম
◈ ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ হাইকমিশনারের পরিচয়পত্র পেশ  ◈ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে উপকূলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি, ১৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা ◈ ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব: তারেক রহমান ◈ বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় ভারত, প্রধান উপদেষ্টার অভিযোগ 'দায় এড়ানোর কৌশল' বলছে দিল্লি ◈ দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন, নিজের দলের ক্ষতি করছেন : তাসনিম জারা ◈ গণমাধ্যম নয়, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি: সিইসি নাসির উদ্দিন ◈ আমার পাওয়ার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘোরে: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ◈ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র দেখতে পাবো : খালেদা জিয়া (ভিডিও) ◈ কা‌রো কথায় পদত্যাগ করার প্রশ্নই ও‌ঠে না : বি‌সি‌বি সভাপ‌তি ◈ ক্রিকেটার হাসান আলীর মা ছিনতাইকারীর কবলে, কেড়ে নিলো ২ লাখ ৩০ হাজার রুপি

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৫:২৬ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৫, ১২:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেবেন, পার্বতীপুর পথ সভায় সারজিস আলম

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (NCP)'র জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচক্করে পার্বতীপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে এক পথসভা।

জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে পাবর্তীপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল গোলচত্বরে মঙ্গলবার রাত  সাড়ে ১০ টায়  এক পথ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এন সি পি মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সারজিস আলম, সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট তরিকুল  ইসলাম পার্বতীপুর উপজেলা আহবায়ক এন সি পি ,  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল আহাদ মুখ্য সমন্বয়ক   (চিকিৎসা) জাতীয় নাগরিক পার্টি, আতিক মুজাহিদ কেন্দ্রীয় যুগ্ন  আহবায়ক এন সি পি ,  সারোয়ার তুষার যুগ্ন আহবায়ক এনসিপি , আবু সাঈদ লিওন যুগ্ন মূখ্য সংগঠক এন সি পি , আলী নাসের খান কেন্দ্রীয় সদস্য এনসিপি, সাদিয়া ফারজানা দিনা যুগ্ন মুখ্য সংগঠক এন সি পি , যোবায়দুর রহমান সংগঠক জাতীয় নাগরিক পার্টি পার্বতীপুর।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আমরা এনসিপি করি বলে বিএনপি জামায়াত কিংবা অন্য কোন দলের কেউ আমার প্রতিপক্ষ হয়ে যাবে এই কালচার আমরা চাই না। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকটি জেলা উপজেলায় একসাথে কাজ করব। আমাদের মধ্যে হবে ভালো কাজ করার প্রতিযোগিতা।যে ভালো কাজ করবে তাকেই জনগণ তাদের প্রতিনিধি হিসেবে বাছাই করে নিবে।

তিনি আরো বলেন, এখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজ সহ সর্বস্তরের মানুষকে সর্বদা সজাগ থাকতে হবে।তারা কোন ভাবে আমাদের কাছে ভিড়তে না পারে। বিশ্বে বড় রড় জালেম সরকার  দেখিছি কিন্তু  আওয়ামীলীগের মত দেখিনাই। ২৪ এর গন অভ্যুখান আর যদি এদেশে না আশে সেদিকে সবাইকে সজাক থাকতে হবে। তিনি আর বলেন, বড় দল রড় মার্কা দেখে কেউ যদি ভুল করে তা হলে আগামীতে পাবর্তীপুরের ভাগ্য উন্নযন হবে না। ভাল মানুযকে কাছে টানুন খারাপ মানুষকে ছুড়ে ফেলে দিন। পাবর্তীপুরে কেউ যদি নমরুত ফেরাউন থাকে তাদের কে রুকে দিতে হবে। তাহলে পাবর্তীপুরের উন্নয়ন হবে।

উল্লেখ্য, এ সময় তারা একই দিনে দিনাজপুর জেলার ছয়টি উপজেলা ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ,নবাবগঞ্জ, ফুলবাড়ি পার্বতীপুর সহ জাতীয় নাগরিক পার্টি (NCP)'র জনসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়