শিরোনাম
◈ বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপে উপকূলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি, ১৬ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা ◈ ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব: তারেক রহমান ◈ বাংলাদেশে দ্রুত সুষ্ঠু নির্বাচন চায় ভারত, প্রধান উপদেষ্টার অভিযোগ 'দায় এড়ানোর কৌশল' বলছে দিল্লি ◈ দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন, নিজের দলের ক্ষতি করছেন : তাসনিম জারা ◈ গণমাধ্যম নয়, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি: সিইসি নাসির উদ্দিন ◈ আমার পাওয়ার দরকার নাই পাওয়ার আমার পিছে ঘোরে: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ◈ গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশে গণতন্ত্র দেখতে পাবো : খালেদা জিয়া (ভিডিও) ◈ কা‌রো কথায় পদত্যাগ করার প্রশ্নই ও‌ঠে না : বি‌সি‌বি সভাপ‌তি ◈ ক্রিকেটার হাসান আলীর মা ছিনতাইকারীর কবলে, কেড়ে নিলো ২ লাখ ৩০ হাজার রুপি ◈ ঋণনির্ভর বাজেটে ভারসাম্য রক্ষার তাগিদ অর্থনীতিবিদদের

প্রকাশিত : ২৮ মে, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার -২

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি অনুষ্ঠানে
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ মে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দাওধারা এলাকার আবদুল মালেকের ছেলে ইসমাইল হোসেন (৪৪) ও কাটাবাড়ী এলাকার বিল্লাল হোসেনের ছেলে হাসেম আলী (৩৫)। এদিকে বুধবার দুপুরে গ্রেফতার ২ জনকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা।

এর আগে গত সোমবার উপজেলার দাওধারা–কাটাবাড়ি এলাকার প্রস্তাবিত পর্যটনকেন্দ্র পরিদর্শন শেষে
সাংবাদিকদের মুখোমুখি হন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে সাংবাদিকেরা ওই এলাকায়
অবৈধভাবে বালু–পাথর উত্তোলন এবং বনের মধ্যে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার বিষয়ে উপদেষ্টার অবস্থান জানতে
চান। এ প্রশ্ন শুনে সেখানে উপস্থিত কিছু ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে উপদেষ্টা স্থানীয় কয়েকজনের সঙ্গে
কথা বলে পরিস্থিতি শান্ত করে গাড়িবহর নিয়ে এগিয়ে যান। এ সময় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
হামলাকারীরা সাংবাদিকদের ধাওয়া দিয়ে ঘিরে ধরে কিল–ঘুষি মারতে থাকেন। হামলায় সাংবাদিক জাহিদুল খান সৌরভ ছাড়াও বাংলা টিভির নাঈম ইসলাম, সময় টিভির ক্যামেরাপারসন বাবু চক্রবর্তী, বাংলাদেশ খবরের
শাহরিয়া শাকির আহত হন। ওই ঘটনায় মঙ্গলবার বাসস ও এখন টিভির জেলা প্রতিনিধি মো. জাহিদুল খান বাদী হয়ে আইন শৃঙখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় নয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান, তার ভাই নূরে আলমসহ ৫৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গত রাতে মামলা দায়েরের পর মধ্য রাতে
অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা
হয়েছে। বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়