শিরোনাম
◈ ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে: আলী রীয়াজ ◈ রপ্তানি ব্যয় বেড়ে যাচ্ছে, মার্কিন বাজারে প্রবেশে বাংলাদেশের জন্য কঠিন সময়: জাতিসংঘের সতর্কবার্তা ◈ চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মবিরতি: কার্যত অচল আগারগাঁওয়ের রাজস্ব ভবন ◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান!

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভয়নগরে কৃষক দল নেতা হত্যা, পুলিশ হেফাজতে ২ জন

শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় দুই যুবককে হেফাজতে নিয়েছে অভয়নগর থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে সুন্দলী ইউনিয়নের ডহর মশিহাটী এলাকা থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

 ২২ মে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী এলাকার বারিধা গ্রামে পিন্টু বিশ্বাসের বাড়িতে মাছের ঘের সংক্রান্ত শালিস বৈঠকে বিরোধ হলে সেখানে উপস্থিত থাকা দুর্বত্তরা  তাকে কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। ঐদিন রাত ৮ টার দিকে তার  মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, মাছের ঘের নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর রাতে বারিধা এলাকার বেশ কিছু বাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। ময়নাতদন্ত শেষে ২৩ মে শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আব্দুল আলীম  বলেন, ‘সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। ডহর মশিয়াহাটী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তরিকুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়