শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: ১ জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা কার্যকর, কোন গ্রেডে কত বাড়ছে? ◈ আসিফ-মাহফুজের পদত্যাগের আগে রাজপথ না ছাড়ার ঘোষণা ইশরাকের ◈ জামায়াত আমির ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন ◈ হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ ◈ রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই ◈ বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি স্বাভাবিক ◈ ম্যানইউ‌কে কাঁ‌দি‌য়ে ১৭ বছর পর ইউরোপা চ‌্যা‌ম্পিয়ন টটেনহ্যাম ◈ গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা ◈ কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, এরপর যা হল (ভিডিও) ◈ এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে  বাংলাদেশের কসাই নামে ডাকা হ‌তো

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ফোনে কথা বলার সময় নির্মাণাধীন ভবনের থেকে পরে যুবকের মৃত্যু

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া( কুমিল্লা) প্রতিনিধি : মোবাইল ফোনে কথা বলার সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন ভবনের পাঁচতলা উপর থেকে পরে মো. নাজমুল হাসান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলা সদরের কলেজপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিহত মো. নাজমুল হাসান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকার মো. ইউসুফ মিয়ার ছেলে। প্রত্যক্ষদশী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নাজমুল হাসান ও তার কয়েকজন বন্ধু কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে আড্ডা দিতে উঠে। সাত তলা ওই ভবনের পাঁচতলায় তারা বন্ধুরা আড্ডা দেয় এবং লুডু খেলে। সন্ধ্যা সাড়ে ৭টার সময় নাজমুলের মোবাইলে কল আসলে সে লুডু খেলা ছেড়ে সেখান থেকে একটু দূরে গিয়ে মোবাইলে কথা ফোনে কথা বলতে থাকে। এক পর্যায়ে একটি বিকট শব্দ শোনা যায়। এসময় নাজমুলের বন্ধুরা নাজমুলকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন। তখন তার বন্ধুরা কোন সাড়াশব্দ না পেয়ে ওই ভবনের নিচতলায় গিয়ে দেখেন নাজমুল হাসান লিফটের জন্য রাখা জায়গায় দিয়ে নিচে পড়ে আছে।এসময় বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ইউসুফ মিয়া বলেন, তাঁর বন্ধুরা আমাদের ফোনে জানায় নাজমুল হাসান এক্সিডেন্ট করেছে। এখন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। খবরটি শুনে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারি নাজমুল হাসান কলেজপাড়ার একটি নির্মাণাধীন ভবনের পাঁচতলায় মোবাইল ফোনে কথা বলার সময় সেখান থেকে পড়ে মারা গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ও সকল আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বুধবার বিকাল ৪ টায় প্রথম এবং বাদ আসর মরহুমের জানাজার নামাজ শেষে তাকে তার গ্রামের বাড়ি উপজেলার চন্ডিপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে৷ এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়