শিরোনাম
◈ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ ইডেন গা‌র্ডেন্স থেকে সরলো আইপিএল ফাইনাল, হ‌বে ন‌রেন্দ্র মো‌দি স্টে‌ডিয়া‌মে ◈ সাম্য হত্যার বিচার চেয়ে ছাত্রদলের শাহবাগ অবরোধ, তীব্র যানজট (ভিডিও) ◈ পাকিস্তান সিরিজে পাঁচ ম‌্যা‌চের প‌রিব‌র্তে হ‌বে তিন ম‌্যা‌চের টি-টোয়েন্টি, সব খেলা লাহোরে ◈ ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের ◈ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া ◈ কাকরাইলে শ্রমিক-পুলিশ মুখোমুখি, উত্তপ্ত পরিস্থিতি (ভিডিও) ◈ আ‌মিরা‌তের কা‌ছে হা‌রের পর কী অজুহাত দাঁড় করা‌লেন লিটন দাস ◈ ২৪ ঘণ্টার মধ্যে পাহাড়ি ঢলের শঙ্কা, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমা অতিক্রম ◈ সরকারি কর্মকর্তাদের শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন আসছে

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেলান্দহে অর্থদণ্ডসহ দুই ইটভাটা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত  

জাহিদ হাসান, মেলান্দহ প্রতিনিধি জামালপুর: জামালপুরের মেলান্দহে দুটি ইটভাটা অর্থদণ্ডসহ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(১৯ মে)বেলা২.০০তার দিকে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পাছপয়লা এলাকার বিসমিল্লাহ ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানাসহ ইটভাটার চিমনি, ইটপুড়ানোর চুল্লি ভেকু(এক্সকাভার্ট) মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়।একই দিনে বিকাল ৫টার দিকে মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মুন্না ব্রিক্সের চিমনি ও চুল্লি ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

সোমবার(১৯মে) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঐ দুই ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেন পরিবেশ অধিদপ্তর,সদর দপ্তর ঢাকা'র মনিটরিং এন্ড ইনফরমেশন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম ছামিউল আলম কুরশী।

অভিযান চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা এড়াতে সার্বক্ষণিক সহযোগিতা করে সেনাবাহিনী, পুলিশসহ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আ: মালেক সঙ্গীয় দমকলকর্মীরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তাকারী একেএম ছামিউল আলম কুরশী বলেন, ইটভাটা আইন অমান্য করে ইট প্রস্তুত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ আনুসাঙ্গিক কাগজপত্র না থাকায় উপজেলার বিসমিল্লাহ ব্রিক্স ও মুন্না ব্রিক্স নামের দুটি ইটাভাটা সমূলে গড়িয়ে দেয়া হয়েছে।তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিসমিল্লাহ ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানা করে নগদ আদায় করা হয়েছে।পরিবেশ ও জনস্বার্থে অবৈধভাবে গড়ে উঠা সকল ইটভাটার বিরুদ্ধে এসকল অভিযান অব্যাহত থাকবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়