শিরোনাম
◈ আ. লীগের নিবন্ধন বাতিল ইস্যুতে বৈঠক শেষে যা বলছে ইসি (ভিডিও) ◈ প্রবাসী আয়ে সর্বকালের রেকর্ড গড়লো বাংলাদেশ! ◈ জুলাই-আগস্টের সকল হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার: চিফ প্রসিকিউটর ◈ স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা : প্রধান উপদেষ্টা ◈ চোখ বেঁধে গুজরাট থেকে উড়োজাহাজ-লঞ্চে করে আনা হয়েছে, জানালেন ভুক্তভোগীরা ◈ টেস্ট থেকে অবসরে কোহলি ◈ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন: শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যাসহ ৫ অভিযোগ ◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা ◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর

প্রকাশিত : ১১ মে, ২০২৫, ০৬:০২ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে ৩‌টি  বন্দুক ও এলজি উদ্ধার, গ্রেফতার-২

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অভিযান চা‌লিয়ে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার এবং ২জন আসামিক‌ে গ্রেফতার করে‌ছে। র‌বিবার (১১‌মে )সকা‌লে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোষ্ট ব‌সি‌য়ে বাঁশখালী থানা গেইটের সামনে থে‌কে ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি(অটোরিক্সা) গাড়ী থে‌কে এ অস্ত্র উদ্ধার এবং অস্ত্র বহনকা‌রি দুজনকে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

এ ব‌্যাপা‌রে রু‌বিবার দুপু‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি )‌মোঃ সাইফুল ইসলা‌মের কার্যাল‌য়ে সংবাদ ব্রিফিং এর মাধ‌্যমে অস্ত্র উদ্ধা‌রের বিস্তা‌রিত বিবরন তু‌লে ধরা হয় । এ সময় ও‌সি জানান চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম(বার) এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, আনোয়ারা সার্কেল সোহানুর রহমান সোহাগ এর  তত্ত্বাবধানে র‌বিবার ০৬:২০ ঘটিকার সময় বাঁশখালী থানার এসআই মো: জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী থানা গেইটের সামনে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।

এ  সময় ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি(অটোরিক্সা) গাড়ী থা‌মি‌য়ে সিএনজি গাড়ীর পিছনে যাত্রী বেশে বসা ২ জন ব্যক্তিকে সিএনজি থেকে নামিয়ে তল্লাশী করে। তল্লাশীকালে ঘটনাস্থলে পেকুয়ার টইটং ইউপির ০৮নং ওয়ার্ডের আমিন শরীফ মিয়ার বাড়ী এলাকার মৃত ফজলুল করিম চৌধুরী ও চশমে আনোয়ার সিদ্দিকার পুত্র মোঃ সাখাওয়াত হোসেন(২৭) এর ডান হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দি‌য়ে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরী সচল কালো রংয়ের একনলা বন্দুক লোহা ও কাঠের অংশ ০৪(চার) ভাগে পৃথক পাওয়া যায়।

অপর‌দি‌কে বাঁশখালী পৌরসভা ০৫নং ওয়ার্ডের মিয়ার বাজার মিজ্জরি বাড়ী এলাকার আহম্মদ হোসেন ও মৃত মমতাজ বেগমের পুত্র মোঃ ইলিয়াস(৪১) এর বাম হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দি‌য়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী সচল কালো রংয়ের এলজি লোহা ও কাঠের অংশ ২ ভাগে পৃথক পাওয়া যায়।

এ সময় তা‌দের জিজ্ঞাসাবাদে জব্দকৃত ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি অবৈধ আগ্নেয়াস্ত্র কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা হতে সংগ্রহ করত: চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানার মামলা নং-১৬, (১১/০৫/২০২৫) ধারা- 19A The Arms Act, 1878;  রুজু করা হয় ব‌লে জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম । এছাড়া অস্ত্র উদ্ধার ও অপরাধ নির্মু‌লে পু‌লি‌শের এ অ‌ভিযান অভ‌্যাহত থাক‌বে ব‌লে তি‌নি জানান ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়