ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির অভিযোগে দুইজন চাঁদাবাজ আটক হয়েছে। চাঁদাবাজির অভিযোগে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে সোহান হোসেন ও রাজামিয়া নামের দুই চাঁদাবাজকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সদর উপজেলার ভুটিয়ারগাতী গ্রামের চাঁন মুন্সির ছেলে সোহান হোসেন ও মোস্তফা মিয়ার ছেলে রাজা মিয়া।
জানাগেছে, গ্রেপ্তারকৃত দু'জন সহ ৬ জনের বিরুদ্ধের অভিযোগ উঠেছে শুক্রবার রাতে সদ্য অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ নামের এক ব্যক্তির চাঁদা দাবি করে তাঁরা । পরে চাঁদার টাকা না দেওয়ায় কারণে সেনাসদস্য সোহাগকে ধারালো অস্ত্র,রড হকিস্টিক দিয়ে ৬ থেকে ৭ জনের একটি গ্রুপ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।পরে স্থানীয় তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।পরে চাঁদাবাজদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কাছে করেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহাগ হোসেন। অভিযোগের ভিক্তিতে যৌথ বাহিনীর একটি দল শুক্রবার গভির রাতে অভিযান পরিচালিত করে দু'জনকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করেছে।