শিরোনাম
◈ টেস্ট থেকে অবসরে কোহলি ◈ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে যা জানালেন ◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা ◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিস্ফোরক মামলায় আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মীকে আলফাডাঙ্গা থানায় সদ্য হওয়া একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের  শুক্রবার (০৯ মে) ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 
 
শুক্রবার (৯ মে) দুপুরে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ। এর আগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বোয়ালমারী ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান হাই (৬৩), দাদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নাজিমুদ্দিন (৪০), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (৪৫), রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরু শরীফ (৪২) ও একই উপজেলার রূপাপাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টুটুল মিয়া ৩৮)।
 
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি জেলার আলফাডাঙ্গা থানায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষকসহ আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন আলফাডাঙ্গা পৌরসদরের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে বিএনপির সমর্থক দিনমজুর লাভলু সর্দার। এ মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলকেও আসামি করা হয়। এ মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার আসামীদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে। তবে মামলাটির প্রথম শ্রেণীর নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। 
 
 
এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার রাতে বোয়ালমারী থানা পুলিশ ও আলফাডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ৫ নেতাকে যার যার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে আলফাডাঙ্গা থানায় পাঠানো হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, সদ্য আলফাডাঙ্গা থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় দুই থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই বোয়ালমারী উপজেলার বাসিন্দা। অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়