শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি- মেয়র শাহাদাত হোসেন

এম আর আমিন, চট্টগ্রাম : চট্টগ্রামকে দেশের অন্যতম প্রধান বিনিয়োগবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এমন মন্তব্য করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম হবে বিনিয়োগের স্বর্গভূমি। এই শহর কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠবে।

বুধবার হোটেল রেডিসন ব্লুতে "ইনভেস্ট ইন চট্টগ্রাম" শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কিল স্টেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। তিনি আরও বলেন, আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ করে নগরীর যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। নতুন সড়ক নির্মাণ, ফ্লাইওভার, সড়কবাতি ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানামুখী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা সরাসরি বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে।

মেয়র তার বক্তব্যে পর্যটন খাতের উপর গুরুত্বারোপ করে বলেন, চট্টগ্রামের অপার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সামুদ্রিক সম্পদকে ঘিরে ট্যুরিজম খাতের বিরাট সম্ভাবনা রয়েছে। এই খাতকে পরিকল্পিতভাবে সম্প্রসারণ করতে পারলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও চাঙা হবে। তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি স্মার্ট ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে নগর ব্যবস্থাপনা, সেবা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে।

অনুষ্ঠানে স্কিল স্টেশনের কো-ফাউন্ডার কানাডার টরন্টোর ইয়ুক ইউনিভার্সিটির শিক্ষার্থী আল মুকসিদ আলম আলভি তাদের প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্যোগসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

বিএসআরএম ও সাজিনাজ হাসপাতালের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি সহ তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তা ও দুই শতাধিক বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়