শিরোনাম
◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে গাছের কাঁঠাল পাড়া নিয়ে বিরোধ, হামলায়, নারীসহ আহত ৩

মোঃ সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে নিজ গাছের কাঁঠাল পাড়তে গিয়ে হামলার শিকার হয়েছেন নারীসহ ৩জন। এই ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করে।

বৃহস্পতিবার (০৮ মে) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়। এরআগে বুধবার সকালে জেলা সদরের সালেহপুর গ্রামের এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার সালেহপুর গ্রামের মো. তারেক, ছিদ্দিক উল্যাহর ছেলে মো. রাসেল ও আনোয়ার উল্যাহর ছেলে মো. ছিদ্দিক উল্যাহ। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী হাসিনা আক্তার ও আকরাম উল্যাহ অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষ ছিদ্দিক উল্যাহর নির্দেশে তার ছেলে মো. রাসেল ও কিশোর গ্যাং সদস্য তারেকসহ তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা আমাদের মালেকীয় ও দখলীয় কাঁঠাল গাছের কাঁঠালসহ আমাদের জায়গায় রোপিত সকল ধরনের ফলজ গাছের ফল আমাদের ভোগ করতে বাঁধা প্রদান এবং আমাদের প্রাণে হত্যাসহ লাশ গুমের হুমকি দিয়ে আসছে। 

বুধবার সকালে আমরা আমাদের নিজ গাছের কাঁঠাল পাড়তে গেলে উল্লেখিত প্রতিপক্ষ ও কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলার ঘটনায় আইনের আশ্রয় নিলে প্রাণে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা গুরত্বর আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে অভিযুক্ত ছিদ্দিক উল্যাহর মন্তব্য জানতে তার মুঠোফোনে কল করলে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ঘটনায় ভুক্তভোগী হাসিনা আক্তার বাদি হয়ে ৬জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে হাজির করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়