শিরোনাম
◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১০:০১ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা

আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় হোসাইন (১২) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। সে নারিকেলবাড়িয়া সরদার পাড়ার মিঠু মিয়ার ছেলে। হোসাইন স্থানীয় নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

পরিবার ও পুলিশ জানিয়েছে, বুধবার ১১ টার দিকে নিহতের বড় ভাই সাজিন আল মামুন ছোট ভাই হোসাইন কে পড়াশোনার জন্য বকাবকি করে। ভাইয়ের কথায় অভিমান করে নিজ বাড়ির বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা পিছিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা মেজ ভাই শাহীন প্রথমে দেখে চিৎকার দিলে বড় ভাই সাজিন আল মামুন ও আশেপাশের লোকজন এসে হোসাইনকে উদ্ধার করে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, এটা একটা আত্মহত্যা। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্তের ছাড়ায় লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বুধবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়