শিরোনাম
◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে ◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ আই‌পিএল- শেষের নাটকীয়তায় কলকাতা নাইটরাইডার্স জিত‌লো ১ রা‌নে  ◈ আইপিএলে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে সমবায় সমিতির প্রতিষ্ঠাতা কোটি টাকা নিয়ে উধাও

জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সঞ্চয়ের কোটি টাকা নিয়ে উধাও জবা নামে একটি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সোবহান নামে এক ব্যক্তি। সঞ্চয়ের টাকার জন্য আজ রবিবার সকাল থেকে সমিতির কার্যালয়ের সামনে ভীড় করেছেন সঞ্চয়কারী সদস্যরা।
 
শহরের বটতলা এলাকার মুদি দোকানদার রতন মোল্লা জানান, উপজেলার নারায়নপুর শেখপাড়া গ্রামের আব্দুস সোবহান নামে এক ব্যক্তি বেশ কয়েক বছর ধরে পৌর শহরের আমতলা সালেহা সুপার মার্কেটে জবা নামে একটি  সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি খুলে প্রায় ৩ হাজার সদস্যের কাছ থেকে কয়েক কোটি টাকা সঞ্চয় সংগ্রহ করে ঋণদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। তিনিও ওই সমিতিতে ১৫ লাখ টাকা সঞ্চয় জমা করেন।
 
সমিতির কার্যক্রম ভালোভাবেই চলছিল। হঠাৎ করেই শুক্রবার রাতে সোবহান তার শহরের কলেজ বাজারের ভাড়া বাসার মালামাল ট্রাকে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সমিতি সদস্যরা টের পেয়ে ট্রাকটি আটক করলেও সোবহান পালিয়ে যায়। 
 
এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে এখন পর্যন্ত সমিতি সদস্যরা সোবহানের গ্রামের বাড়ি নারায়নপুর শেখপাড়ায় ভীড় জমায়।
বাড়িতে তাকে না পেয়ে তারা সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সমিতির অফিস বন্ধ থাকায় এবং সোবহানকে খুঁজে না পাওয়ায় অনেকে কান্নায় ভেঙে পড়েন। 
 
শ্রমিক নেতা লিয়াকত আলী জানান, জবা সমিতির প্রতিষ্ঠাতা কয়েক কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়েছেন। এতে হাজার হাজার সঞ্চয়কারী চরম বিপদে পড়েছেন। সোবহান পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন না।  
 
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসান জানান, তিনি বিষয়টি শুনেছেন। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করতে বলেছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়