শিরোনাম
◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ ◈ নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ◈ ‘লোইটারিং মিউনিশনস’ দিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত, এটি যেভাবে কাজ করে ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান ◈ পাকিস্তানের পালটা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ

প্রকাশিত : ০৩ মে, ২০২৫, ০২:৫৬ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে এক শ্রমিকের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে মারুফ হোসেন(২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আব্দুর রহিম(৩০) নামের অপর শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার(৩ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬নং ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে এবং আহত অবস্থায় উদ্ধার হওয়া রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী এলাকার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে সকাল ১০ টার পরপর সেপটিক ট্যাংক পরিস্কার করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম নামের দুই শ্রমিক। প্রথমে সেপটিক টাঙ্কিতে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন। পরে অপর শ্রমিক ট্যাংকে নামে। এসময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠে রহিম কিন্তু মারুফ উঠতে পারেনি। মারুফ উঠতে না ওঠায় স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মারুফের লাশ উদ্ধার করে।

সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃতুর বিষয়টি লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরনবী নিশ্চিত করে বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে  এক জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। মারা যাওয়া শ্রমিকের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়