শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে পুকুরের পানিতে ভেসে উঠল স্কুল ছাত্রের মরদেহ

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশে পুকুরে ভেসে উঠে হাবিব মিয়া (১২) নামের এক স্কুল ছাত্রের মরদেহ। আজ শুক্রবার (২ মে) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের জয়নগর গ্রামের একটি পুকুরে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

নিহত হাবিব মিয়া জয়নগর গ্রামের আওলাদ মিয়ার ছেলে ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়। পুলিশ জানায় , বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টার দিকে ইয়াসিন নামের এক শিশুর সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে স্কুল ছাত্র হাবিব। গোসল শেষে সাথে থাকা শিশু পাড়ে উঠতে পারলেও হাবিব উঠতে পারেনি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বেলা এগারটায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। 

হাবিবের বাবা আওলাদ মিয়া জানান, প্রতি বৃহস্পতিবার বাড়ির পাশের হাসনহাটার ফকিরা এলাকায় নানির বাড়িতে বেড়াতে যায় হাবিব। এটা ভেবেই তার খোঁজ রাখিনি। পরে আজ সকাল সাড়ে ৮টার দিকে পুকুরে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পলাশ থানার উপপরিদর্শক এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাবিব নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের
মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়