শিরোনাম
◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যা

শামীম মীর গৌরনদী প্রতিনিধি:: গৌরনদীতে ছাগল পিটিয়ে হত্যার ঘটনার অপরাধে থানায় অভিযোগ করেছেন অসহায় দিন মজুর সবুজ হাওলাদার ২৪। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের মধ্য কান্ডপাশা গ্রামের অসহায় দিনমজুর আনিচ হাওলাদারের পুত্র সবুজে  এর বেলায়। 

তিনি (সবুজ) কৃষি  কাজ ও ছাগল পালনের মধ্য দিয়ে কোন  ভাবে আয় বানিজ্য করে  সংসার পরিচালনা করে আসছেন। 
২৭ এপ্রিল (রবিবার ) তার প্রতিপক্ষ  একই গ্রমের মৃত আইয়ুব আলী কাজীর পুত্র ৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি  মোঃ আবু কাজী -৫০ এর বাড়ির সন্নিকটে তার (আবু) পাট খেতের পাশে ছাগলটিকে ঘাঁস খাওয়ানোর উদ্দেশ্য বেঁধে রাখেন সবুজ। অনেক খোঁজা খুজির পর   ছাগলটিকে আবুর  পাট খেতের পাশে বট গাছের সাথে  মৃত অবস্থায় ঝুলানো  দেখতে পেয়ে ডাকচিৎকার করেন ছাগল মালিক সবুজ হাওলাদার ও তার পরিবারের লোকজন।

 ডাকচিৎকার শুনে পাট খেতের মালিক কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজী এসে ছাগল মালিক সবুজ ও তার পরিবারের লোকজনের সাথে তর্কে জরিয়ে পরে   বলেন, পাট খেয়েছে তাই মেরেছি তোরা যা করতে পার করিস এমন হুমকি দিয়ে  স্হান ত্যাগ করেন আবু কাজী। এমনটি জানিয়েছেন ছাগল মালিক দিন মজুর অসহায় সবুজ ও তার পরিবারের লোকজন। 

 এ বিষয় ছাগল মালিক সবুজ ২৭ এপ্রিল রবিবার সন্ধ্যায় কৃষক দলের ওয়ার্ড সভাপতি আবু কাজীকে দায়ী করে গৌরনদী থানায় অভিযোগ দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়