শিরোনাম
◈ স্বাভাবিক ছিল না চব্বিশের বন্যা : প্রধান উপদেষ্টা ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় শ্রমিক সংকট, কৃষকদের ভরসা কম্বাইন হারভেস্টার

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া( কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি শ্রমিক সংকটের কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আধুনিক কৃষিযন্ত্র কম্বাইন হারভেস্টার। ধান কাটা, মাড়াই, পরিস্কার ও প্যাকেটজাতকরণের পুরো প্রক্রিয়া একই মেশিনে সম্পন্ন হওয়ায় কৃষকের সময় ও খরচ—দুই-ই সাশ্রয় হচ্ছে। ফলে পূরন  আমলের কাঁচি ও কাস্তে নির্ভরতা কমিয়ে স্মার্ট প্রযুক্তির দিকে ঝুঁকছেন কৃষকরা।

ইরি-বোরো মৌসুমে ধান কাটার উপযুক্ত সময়ে প্রায়ই দেখা দেয় শ্রমিক সংকট। বেশি মজুরি দিয়েও মিলছে না প্রয়োজনীয় শ্রমিক। এতে অনেক ক্ষেতের ধান জমিতেই ঝরে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই সংকট মোকাবেলায় কৃষকেরা এখন ভরসা রাখছেন কম্বাইন হারভেস্টার মেশিনে। এ মেশিনের সাহায্যে প্রতি ঘণ্টায় দেড় একর জমির ধান কাটা ও মাড়াই করা সম্ভব। আধা ঘণ্টায় ৩৩ শতক জমির ধান কাটা যায় অনায়াসে।

প্রচলিত পদ্ধতিতে যেখানে এক একর জমির ধান কাটতে খরচ হয় ১৫ হাজার টাকা, সেখানে কম্বাইন হারভেস্টার ব্যবহারে তা কমে আসে ৬-৭ হাজার টাকায়। ফলে খরচ কমছে প্রায় ৫০-৬০ শতাংশ।ব্রাহ্মণপাড়ার কৃষকরা বলছেন, এই প্রযুক্তির ফলে ৭০-৮২ শতাংশ পর্যন্ত সময় বাঁচে এবং ৭৫ শতাংশ কম শ্রমিকের প্রয়োজন হয়। মাটিতে অল্প কাঁদা থাকলেও এই মেশিন ব্যবহারযোগ্য, আর এতে কাটা ধানের খড়ও আস্ত থাকে। পাশাপাশি, ধান নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকে। তবে চাহিদা বাড়লেও মেশিনের দাম কিছুটা চ্যালেঞ্জ তৈরি করছে। বড় সাইজের কম্বাইন হারভেস্টার মেশিনের দাম প্রায় ৩০ লাখ টাকা, আর মিনি কম্বাইন হারভেস্টার মেশিনের দাম ৭ লাখ থেকে  ১০ লাখ টাকা। এজন্য অধিকাংশ কৃষক ভাড়ায় এই মেশিন ব্যবহার করছেন।

বিগত সরকার কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকি প্রদান করছেন। ফলে অনেক কৃষক এখন রিপার ও মিনি কম্বাইন হারভেস্টার কিনতে আগ্রহী হচ্ছেন। কৃষকদের পক্ষ থেকে চাহিদা অনুযায়ী মেশিন এবং আর্থিক সহায়তা বাড়ানোর দাবিও উঠেছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, “প্রতি বোরো মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়। অনেক শ্রমিক বাইরের জেলায় চলে যায় বেশি মজুরির আশায়। তখন এই মেশিন ছাড়া কৃষকের উপায় থাকে না। কৃষি বিভাগ নিয়মিত ভর্তুকি মূল্যে হারভেস্টারসহ অন্যান্য কৃষিযন্ত্র সরবরাহ করে যাচ্ছে।”উপজেলার বড় ও মাঝারি পর্যায়ের অনেক কৃষক এখন নিজেরাও মেশিন কেনার চেষ্টা করছেন। রিপারের পর এবার কম্বাইন হারভেস্টার মেশিনও জনপ্রিয় হয়ে উঠেছে। কৃষি খাতে এই প্রযুক্তির বিস্তার কৃষকদের জন্য সময়োপযোগী ও লাভজনক সিদ্ধান্ত হয়ে উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়