শিরোনাম
◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ স্বাভাবিক ছিল না চব্বিশের বন্যা : প্রধান উপদেষ্টা ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসি খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে স্বামী জাকারিয়া হোসেন পলাতক রয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে নিহত হাসি খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাসি খাতুন জেলার উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের সাত-বাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।

নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন বলেন, পারিবারিকভাবে তিন বছর আগে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই হাসি খাতুন ও জাকারিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়। হাসির স্বামী জাকারিয়ার সঙ্গে প্রতিবেশী এক নারীর পরকীয়া সম্পর্ক রয়েছে। বিষয়টি আমার মেয়ে জেনে যাওয়ায় তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এই জেরেই শনিবার রাতে আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও বলেন, আমাদের জানানো হয়, হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা ওই বাড়িতে গেলে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়