শিরোনাম
◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান ◈ পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরজুড়ে ব্ল্যাকআউট, সাইরেন, দাবি ভারতের ◈ পিএসএল  খেল‌তে যাওয়া রানা ও রিশাদকে পা‌কিস্তান থে‌কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ বিসিবির ◈ ভারতের প্রায় ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের ◈ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলায় ৩ পুলিশ কর্মকর্তার শাস্তি ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০১:০১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), পিতা: মোঃ আবুল কালাম আজাদ, গ্রাম: রায়পুর (মোল্লাপাড়া), চারঘাট, রাজশাহী। মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা: মোঃ মুনছুর আলী, গ্রাম: রায়পুর (মহাজনপাড়া), চারঘাট, রাজশাহী। মোঃ হৃদয় (২৪), পিতা: মোঃ জামরুল ইসলাম, গ্রাম: রায়পুর, চারঘাট, রাজশাহী।

চারঘাট থানার একটি টিম ১৩ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মোড় ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রায়পুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

পরে রাত পৌনে ২টায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান মুন্নার পরিহিত জিন্স প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এই ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়