শিরোনাম
◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৫৮ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সময় দেননা হাসপাতালে, সরকারী কোয়ার্টারে নিজস্ব চেম্বার চালাচ্ছেন ডেন্টাল টেকনোলজিস্ট

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখছেন ডেন্টাল টেকনোলজিস্ট রাজু আহমেদ। সেখানে রোগীদের দেন দাঁতের বিভিন্ন রোগের চিকিৎসা। হাসপাতালে আসা রোগীদের ভালো সেবা দেওয়ার কথা বলে ভাগিয়ে নিয়ে যান চেম্বারে। ফলে বাড়তি টাকা গুণতে হয় রোগীদের। নিয়ম বহির্ভূত  হলেও দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সরজমিনে হাসপাতালে গেলে রাজু আহমেদকে পাওয়া যায়নি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টার পদ্মার ২য় তলায় গিয়ে দেখা যায় সেখানে পুরোদস্তুর চেম্বার খুলে বসেছেন রাজু আহমেদ। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৬ মার্চ হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী কয়েকজন অভিযোগ করে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে তিনি হাসপাতালে চিকিৎসা না দিয়ে তার কোয়ার্টারে নিয়ে যান। সেখানে তার নিজস্ব চেম্বার আছে। সেখানে নিয়ে তিনি চিকিৎসা দেন। এর জন্য সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে অনেক রোগীকে।

কোয়ার্টারে চেম্বার করার বিষয়ে জানতে চাইলে রাজু আহমেদ বলেন, ২০১৬ থেকে কোয়ার্টারে থাকি। অফিস সময়ের পরে বিকেলে কোয়ার্টারে ২-১টা রোগী পার্সোনালি দেখতাম। এখন বলড়াতে পার্সোনালভাবে চেম্বার নিয়েছি। ঈদের পরে থেকে চেম্বারে রোগী দেখি। আমার মতো মানিকগঞ্জের অনেকেই তো করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল বলেন, গত নভেম্বর মাসে কোয়ার্টারে চেম্বার করা যাবে না মর্মে তাকে সতর্ক করা হয়েছে। এরপরেও যদি তিনি কোয়ার্টারে চেম্বার পরিচালনা করে থাকেন তাহলে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়