শিরোনাম
◈ ডাকসু নির্বাচন: থাকছে না বয়সের বাধা, যে পরিকল্পনায় এগোচ্ছে ছাত্রসংগঠনগুলো, প্রার্থী হিসেবে আলোচনায় যাঁরা ◈ অন-অ্যারাইভাল ভিসার অপব্যবহারে বাড়ছে মানবপাচার, নতুন ফাঁদে বাংলাদেশিরা! ◈ জুলাই অভ্যুত্থানের নামে চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ, কীভাবে এই পরিস্থিতি তৈরি হলো? ◈ ক্রিকেটার সোহা‌নের অ‌ভি‌যোগ, কোচ হাথুরুসিংহেকে কোনো ক্রিকেটারই বিশ্বাস করতে পারতেন না ◈ আগামী বছর মা‌র্চে আর্জেন্টিনা-স্পেন মহারণ ◈ আলোচনার প্রথম দিন: ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদল মার্কিন পাল্টা শুল্ক কমাতে সবুজ সংকেত  ◈ জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল? ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পোর্ট থানার পাশেই বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আইরিন হক, বেনাপোল: যশোরের বেনাপোলে পোর্ট থানার পাশেই সাঈদ হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত দুই দিনের মধ্যে যেকোনো এক সময়ে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চিহ্নিত একটি চোরচক্র বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান গৃহস্থালি সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পর গতকাল বাড়ির মালিক মৌখিকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়ে চোরদের শনাক্ত করে এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে। তবে লিখিত অভিযোগ না থাকায় চোরদের আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ জানান, "লিখিত অভিযোগ না থাকায় চোরদের বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব হয়নি। তবে কিছু চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে।"

এদিকে, থানার মাত্র ৫০ গজের মধ্যে একটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাঈদ হোসেন জানান, "চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশই পাশের ভবারবেড় গ্রামের চিহ্নিত অপরাধী। এর আগেও বেনাপোল বন্দর এলাকায় একাধিক বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে না পারায় অপরাধ বেড়েই চলেছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়