শিরোনাম
◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর  : ফরিদপুরে অভিনব কায়দায় পিকআপে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বরিশালে শবজি নামিয়ে দিয়ে পিকআপ নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন চালক আনারুল।পথিমধ্যে ঢাকা-খুলনামহাসড়কের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকা থেকে একটি মোটরসাইকেল তার পিছু নেয়। 

কানাইপুর বাজার এলাকায় পৌঁছা মাত্রই পিকআপের সামনে মোটরসাইকেল দিয়ে বেরিকেড দিয়ে আটকে দেয় মোটরসাইকেলে থাকা দুই ব্যাক্তি চালককে বলে তুমি মানুষ মেরে ফেলেছো, তোমার কাছে টাকা, মোবাইল যা আছে দিয়ে দাও। পুলিশকে জানালে ঝামেলা হবে বলতে বলতে চালকের কাছে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজ্জাক নামের এক ছিনতাইকারীকে আটক করে, অন্যজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক ছিনতাইকারী রাজ্জাক শেখের বাড়ি কানাইপুর এলাকায়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মুজাহিদুর রহমান জানান, ছিনতাই করার সময় এক ব্যাক্তিকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ছিনতাইকারীকে আমাদের কাছে সোপর্দ করে। তাকে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়