শিরোনাম
◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস ◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো ◈ ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন ◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৬টি ভেকু জব্দ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকায় প্রায় ১৫একর জায়গায় জোর পূর্বক তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটিকাটার যন্ত্র ৬টি (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার(১০এপ্রিল)বিকেলেঅভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি এক্সকাভেটর (ভেকু)জব্দ করাহয়।ওই সময় প্রশাসনের উপস্থিতি দেখে মাটি কাটার লোকজন দৌড়িয়ে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন জানায়, বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকার কৃষকের ১৫একর জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন অভিযোগে আজ বিকেল বেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থল হতে ৬টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। তবে প্রশাসনের লোকের টের পেয়ে অভিযুক্তরা দৌড়িয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত অপরাধীদের কার নাম পরিচয় পাওয়া যায়নি।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক জানান, ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি ভেকু জব্দ করা হয়েছে। কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্ত দের অচিরেই আইনের আওতায় আনা হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়