শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ফসলি জমির মাটি কাটায় ৬টি ভেকু জব্দ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকায় প্রায় ১৫একর জায়গায় জোর পূর্বক তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটিকাটার যন্ত্র ৬টি (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার(১০এপ্রিল)বিকেলেঅভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামনুন আহমেদ অনীক অভিযানে ঘটনাস্থল থেকে ৬টি এক্সকাভেটর (ভেকু)জব্দ করাহয়।ওই সময় প্রশাসনের উপস্থিতি দেখে মাটি কাটার লোকজন দৌড়িয়ে পালিয়ে যায়।

উপজেলা প্রশাসন জানায়, বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকার কৃষকের ১৫একর জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে এমন অভিযোগে আজ বিকেল বেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থল হতে ৬টি এক্সকাভেটর (ভেকু) জব্দ করা হয়। তবে প্রশাসনের লোকের টের পেয়ে অভিযুক্তরা দৌড়িয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত অপরাধীদের কার নাম পরিচয় পাওয়া যায়নি।

এই বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক জানান, ফসলি জমির মাটি কাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি ভেকু জব্দ করা হয়েছে। কৃষি জমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে। অভিযুক্ত দের অচিরেই আইনের আওতায় আনা হবে। কৃষি জমির মাটি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়