শিরোনাম
◈ ঢাকার মূল সড়কে রিকশা চলবে না: অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধে ডিএনসিসির অভিযান ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলল ভারত  ◈ জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না : আশিক চৌধুরী ◈ স্ত্রীকে বিদেশ যেতে বাধা, বিষয়টিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন পার্থ! (ভিডিও) ◈ এনবিআর বিলুপ্তি করা হলো কেন, জানাল সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে বৃদ্ধা নারীর গলা কাটা লাশ উদ্ধার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি :  রাজশাহী নগরীতে এক বিধবা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন। মবার নগরের শাহমখদুম থানার রায়পাড়া মহল্লায় তাঁর ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। 

রোববার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দা ও পুলিশের। নিহতের নাম শ্রী রাণী (৫০)। তাঁর স্বামী অজয় পাঁচ বছর আগে মারা গেছেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, শ্রী রাণীর আপন বলতে কেউ নেই। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন  রোববার দিবাগত রাতের কোনো এক সময় নিজ বাড়িতে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। সকালে প্রতিবেশীরা তাঁর বাড়ি গিয়ে ঘরের মেঝেতে রাণীর গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন। 

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েও ঘটনার তদন্ত করছেন। কে বা কারা, কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।  এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়