শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে নৌকা ডু‌বির ঘটনায় ৩জ‌নের লাশ উদ্ধার 

কল্যান বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রা‌মের বাঁশখালীর শে‌খেরখীল এলাকার আবদুল খা‌লেক কোম্পানীর মা‌লিকাধীন আল্লাহর মা‌লিক ফি‌শিং বোট‌টির নি‌খোঁজ ৩‌ জে‌লের লাশ উদ্ধার ক‌রে শ‌নিবার দাফন করা হ‌য়ে‌ছে । নিহ‌তের ম‌ধ্যে আবদুর নুর মা‌ঝি(৩৬) ও ‌মোঃ নুরুল আ‌মিন (৪৫) এর লাশ শ‌নিবার (১৪‌ সে‌প্টেম্বর) সকা‌লে ও  বিকা‌লে পৃথক জানাযা শে‌ষে শে‌খেরখীল টেকপাড়া এলাকায় দাফন করা হয় । 

অপর‌দি‌কে মোঃ হোছাইন (৩২)এর চক‌রিয়ার রাজাখালী  এলাকায় নিজ বা‌ড়ি দাফন করা হয় ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা য়ায় । স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সু‌ত্রম‌তে, শে‌খেরখীল এলাকার আবদুল খা‌লেক কোম্পানীর মা‌লিকাধীন আল্লাহর মা‌লিক ফি‌শিং বোট‌টি বুধবার বিকাল ৩টা সাগ‌রে ছে‌ড়ে যায়, বৃহস্প‌তিবার ঝ‌ড়ের কবলে কক্সবাজা‌রের ইনানী এলাকায় ঝ‌ড়ো কব‌লে পড়‌লে ১৭ জন মা‌ঝি মাল্লাসহ ম‌ধ্যে ৩ জন নি‌খোঁজ হয়। প‌রে তা‌দের ম‌ধ্যে জে‌লে চক‌রিয়ার রাজাখালী ‌মোঃ হোছাইন (৩২)ও শে‌খেরখীল টেকপাড়া এলাকায় মোঃ নুরুল আ‌মিন (৪৫) এর লাশ কক্সবাজা‌রের ইনানী এলাকায় শুক্রবার রা‌তে উদ্ধার ক‌রে । 

শ‌নিবার সকা‌লে আবদুর নুর মা‌ঝি(৩৬) লাশ কক্সবাজা‌রের বিমানবন্দর এলাকা থে‌কে পাওয়া যায় ব‌লে জানান বাঁশখালী  ফি‌শিং বোট মা‌লিক স‌মি‌তির সাধারন সম্পাদক মোঃ আবদু শুক্কুর । মোঃ নুরুল আ‌মিন (৪৫) শ‌নিবার সকাল ৯টায় জানাযা শে‌ষে দাফন করা হয় । তার ২ ছে‌লে ১ মে‌য়ে র‌য়ে‌ছে । অপর‌দি‌কে আবদুর নুর মা‌ঝি(৩৬) লাশ শ‌নিবার বিকা‌লে স্থানীয় মস‌জি‌দে নামা‌যে জানাযা শে‌ষে তার লাশ দাফন করা হয় । 

নিহত আবদুর নুর মাঝির ২ মে‌য়ে দ জন্নাতুল মাওয়া(৬), জন্নাতুল নাঈম( ৩) ১০মাস বয়সী ১‌ ছে‌লে মাসুম র‌য়ে‌ছে ব‌লে স্ত্রী রু‌বি আকতার জানান । সে কান্না জ‌ড়িত ক‌ণ্ঠে জানান ,আমা‌দের বি‌য়ে হ‌য়ে‌ছে ৬বছর হ‌য়ে‌ছে মাত্র । আ‌মি মাসুম ৩‌ ছে‌লে মে‌য়ে কোথায় যাব, কে দেখ‌বে আমার অসুস্থ ‌ছে‌লে‌কে । এ‌দি‌কে এখন পর্যন্ত শের আলী কোম্পানীর বোট, মোজা‌ম্মেল মা‌ঝির বোট, আ‌মির হো‌সে‌নের বোট, আবদুল খা‌লে‌কের বোট নি‌খোঁজ র‌য়ে‌ছে ব‌লে ব‌্যবসায়ী‌দের সু‌ত্রে জানা যায় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়