শিরোনাম
◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে? ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলাদেশের দুর্দান্ত জয় ◈ বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন করছে, সীমান্তে সতর্ক বিজিবি ◈ ‘যাত্রীপ্রতি ২০০ টাকা’ ঈদের সময় অতিরিক্ত ভাড়া চান বাস মালিকরা, সরকারি প্রতিক্রিয়া কি?

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৩ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে দুজন নিহত

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্বায় সেতু থেকে পড়ে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন নারী (৩২) ও অপরজন পুরুষ (৩৫)।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের ভৈরবপুর এলাকার ২৭ নম্বর সেতুতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৭ নম্বর রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় দুজনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় তারা দুজন সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুরুষটিকে মৃত ঘোষণা করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারীও মারা যান।

হাসপাতালের চিকিৎসক বুলবুল আহাম্মদ জানান, হাসপাতালে আনার পর আমরা পুরুষকে মৃত পাই। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারীও মারা যান।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, মরদেহ দুটি রেলওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পায়নি। পরিচয় না পেলে ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়