শিরোনাম
◈ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে না ভারতে! সমস্যার কারণ পাকিস্তান ◈ বিদেশের মাটিতে পাকিস্তানের কাছে হারলো ভারত! ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট বাংলা‌দেশ দ‌লের নতুন পেস বোলিং কোচ ◈ পুলিশের হাতে ‘মারণাস্ত্র’ থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ হাসিনাপুত্র জয় নাগরিকত্ব নিলেন যুক্তরাষ্ট্রের, নিয়েছেন শপথ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেওয়ার দায়ে : প্রেস সচিব  ◈ বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন ◈ আমরা আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা ও অভিন্ন সমৃদ্ধিতে বিশ্বাস করি: প্রধান উপদেষ্টা  ◈ ড. ইউনূসের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই: প্রেস সচিব ◈ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বাহারি ফুলের সৌন্দর্যে মুগ্ধ যাত্রী ও পথচারীরা

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০২ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে সমন্বয়কের ওপর হামলা, দুই যুবদল নেতা বহিষ্কার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের ওপর হামলার ঘটনায় জাতীয়বাদী যুবদলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে। আহত সমন্বয়ক তাহসান উল্লাহ তামিমকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শিক্ষার্থী নাগেশ্বরীতে মিছিল ও সমাবেশ করেছে। এ নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। 

বহিষ্কার হওয়া দুই যুবদল নেতা হলো— কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক মো. নূর জামাল হক এবং সদস্য সচিব মো. আতিকুর রহমান লেবু।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার শহরের পাশে আশার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসানুল্লাহ তামিমের ওপর সন্ত্রাসী হামলা চালায় উপজেলা যুবদলের আহ্বায়ক নূর জামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু ও তাদের অনুসারীরা। এ সময় তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। তামিমকে গুরুতর অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নাগেশ্বরী ডিএম একাডেমি বিদ্যালয় থেকে বের হয়ে নাগেশ্বরী কলেজ মোড়ে এসে শেষ হয়। এ সময় মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে। 

এদিকে, শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার আহ্বায়ক মো. নূর জামাল হক এবং সদস্য সচিব মো. আতিকুর রহমান লেবুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বহিষ্কার হওয়া নেতা-কর্মীদের অপকর্মের কোনো দায়–দায়িত্ব দল নেবে না এবং দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। 

এ ঘটনার নাগেশ্বরী থানায় বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ওসি রুপ কুমার সরকার জানান, প্রাথমিকভাবে হামলার সত্যতা পাওয়া গেছে। থানায় এজাহার দেওয়ার প্রস্তুতি চলছে। সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়