শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৪, ০৯:২৪ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

ইফতেখার আলম (রাজশাহী প্রতিনিধি): পূর্ব শত্রুতার জেরে রাজশাহীতে শহিদুল ইসলাম (৪২) নামে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে জেলার পবা থানাধীন পুঠিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহিদুল ইসলাম একই এলাকার সৈয়দ আলীর ছেলে। 

পারিবারের সদস্যরা ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে শহিদুল ইসলাম ওই এলাকায় তার বন্ধু শাহিনের বাসায় অবস্থান করছিলেন। এসময় ১০-১৫ জনের একদল সন্ত্রাসী জিআই পাইপ, হাতুর ও বাঁশের লাঠিসহ দেশীয় শস্ত্রে সজ্জিত হয়ে বাসাটিকে ঘিরে ফেলেন। এসময় জীবন বাঁচাতে শহিদুল ইসলাম বাসার ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তার। সেখানে তাকে ধরে পিটিয়ে জখম করেন। এরপর তাকে তুলে নিয়ে যান অজ্ঞাত স্থানে। সেখানেও মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হয়।

তাদের আকস্মিক হামলায় শহিদুল ইসলামের দুই পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জেনেছি। তবে কি কারণে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : মুসবা

  • সর্বশেষ
  • জনপ্রিয়