শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৪, ০৩:৩৭ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে ছাত্রজনতা 

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে শৃঙ্খলা রক্ষায় পুলিশের ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্রজনতা। 

বুধবার (৭ আগস্ট)  সকাল ১১ টায় শহরের বিভিন্ন মোড়ে দেখা যায় শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে ছাত্ররা ও বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবীরা।

শহরের ব্যস্ততাপূর্ণ ভাঙ্গা রাস্তার মোড়ে দায়িত্বে থাকা সোহান (২৬) নামে এক সেচ্ছাসেবী বলেন, আমরা দেশকে মুক্ত করেছি এবং দেশের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা এখানে ১০ জন দায়িত্ব পালন করছি এবং অন্যান্য প্রত্যেক মোড়ে ৩ জন করে দায়িত্ব পালন করছে এবং আমাদের সাথে কিছু আনসার সদস্যও রয়েছে। 

সোহান আরও বলেন, তিনি  ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছেন তবে এখনও ফলাফল প্রকাশিত হয়নি।

এদিকে পীর সাহেব চরমোনাই'র পক্ষ থেকে দায়িত্বে থাকা মো. ফরহাদ শেখ বলেন, সম্প্রতি বাংলাদেশ পুলিশ যেহেতু কর্মবিরতি পালন করছে তাই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা সকাল ৮ টা থেকে দায়িত্ব পালন করছি। সাধারণ জনগণ ও আমাদের সার্বিক সহযোগিতা করছে।

প্রসঙ্গ, গত ০৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আ'লীগের সভাপতি শেখ হাসিনা। ফলে উৎসুক জনতা দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে। এসময় দেশের বিভিন্ন থানা ও পুলিশ উপর হামলার ঘটনাও ঘটে। ফলে সারাদেশ কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়