শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আর এই বৃষ্টি অপেক্ষা করে কিশোরগঞ্জে বিভিন্ন স্কুল-কলেজ ও অভিভাবকসহ ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার,হামলা,মামলা,গুম, খুন ও ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং জাতীসংঘ কর্তৃক তদন্ত-পূর্বক গুম খুনের বিচারের দাবিতে পুলিশ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

[৩] শনিবার  (৩ আগস্ট) ১২টার দিকে গুরুদয়াল সরকারী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে এ কর্মসূচিতে অংশ নেয়। এ বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানার মোড়ে ১ ঘন্টাব্যাপী সমাবেশ ও অবস্থান করেন।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, গুরুদয়াল সরকারী কলেজ মাঠ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরান থানার মোড়ে এসে ১ ঘন্টাব্যাপী সমাবেশ ও অবস্থান করেন। বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ মিছিল।

[৫] সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের সমন্বয়ক ইকরামুল হোসেন বলেন, ছাত্র-জনতার  দাবি বাস্তবায়ন না হলে ছাত্ররা রাজপথ ছেড়ে যাবে না। ছাত্র-সমাজ রাজপথে আছে, রাজপথে থাকবে। আমাদের ভাইদের রক্তের প্রতিটি কণার দাম রাজপথ থেকে নেবো।

[৬] তিনি আরো বলেন, আমাদের অনেক ভাইকে নির্বিচারে হত্যা করা হয়েছে। খুনিদের বিচার চাই। এ বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি জানাচ্ছি, যাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়