শিরোনাম
◈ শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার (ভিডিও) ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়া ◈ ‘ভারত ফের হামলা না করলে দায়িত্বজ্ঞানহীন কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান’ ◈ ঈদের আগের দুই শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা ◈ পুলিশের শীর্ষস্থানীয় ১৫ কর্মকর্তাকে বদলি ◈ ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও!

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ০৯:২৯ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে শিক্ষার্থীদের ঘন্টাব্যাপী অবরোধ

প্রতিকী ছবি

মোঃ আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ: [২] বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে  শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে ৫ টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে।

[৩] চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই মোড় ও শিবতলা এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। সেখানে সরকার বিরোধী বক্তব্যের পাশাপাশি বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা ।

[৪] এ সময় মহাসড়কের দু’ ধারে বেশ কিছু যান আটকা পড়ে। প্রায় ঘন্টাখানেক পর ৬ টার দিকে পুলিশের কর্মকর্তারা শিক্ষার্থীদের বুঝালে সেখান থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আটকে পড়া যানগুলো চলাচলা শুরু করে।

[৫] এর আগে বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে থেকে গণমিছিল বের করে শিক্ষার্থীরা। পরে গণমিছিলটি শান্তিমোড় ও বড় ইন্দারা মোড়ে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করেই  শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের পিটিআই এলাকায় যায় এবং সেখানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করে।

[৬] এদিকে কর্মসূচিকে ঘিরে শান্তিমোড় এলাকায় সেনা সদস্যসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দেয়। এ ছাড়াও শহরের ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়