শিরোনাম
◈ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায়

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৮:৩২ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপি আনার হত্যাকারীরা মঙ্গলগ্রহে থাকলেও আটক করতে হবে: সাবেক এমপি মান্নান

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ: [২] বিদেশে থাকুক বা মঙ্গল গ্রহেই থাকুক, এমপি আনার হত্যার মাষ্টার মাইন্ড আক্তুরজ্জামান শাহিনকে দেশে এনে তার দোষরদের আটক করতে হবে। শাহিনের মত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টুও আরেক মাষ্টার মাইন্ড। তার সহযোগি দোসররা এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকারীদের বিচারের দাবি ও সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের মৃত্যুবার্ষিকী পালনে স্বরন সভাতে বক্তারা এ কথা বলেন। 

[৩] কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে শনিবার বিকালে শহরের ভূষণ রোডস্থ ঈদগাহ মাঠে ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৩য় মৃত্যুবাষিকী পালনে স্বরন সভার আয়োজন করা হয়। একই সাথে তারা এমপি আনারের নৃশংশতম হত্যাকান্ডের প্রতিবাদ ও হত্যাকারীদের বিচার ফাসির দাবীতে হাজার হাজার নেতা কর্মী নিয়ে শহরে প্রতিবাদ র‌্যালী বের করে। 

[৪] শনিবার বিকালে ভূষনস্কুল মাঠে অনুষ্টিত মরহুম আব্দুল মান্নানের স্বরণ সভাতে কালীগঞ্জ পৌর আ’লীগের সংগঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ এ উপজেলার আ’লীগের দুই প্রাণ প্রিয় নেতাকে আমরা হারিয়ে ফেলেছি। এদের মধ্যে সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের আজ ৩য় মৃত্যুবার্ষিকী। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি। 

[৫] সেই সাথে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানায়, আমাদের জনপ্রিয় নেতা উপজেলা আ’লীগের সভাপতি ও তিন তিন বারের এমপি আনারকে খুনীরা নৃশংস ভাবে হত্যা করেছে। ওই খুনীদের দৃষ্টান্তমুলক শাস্তি চায়। তিনি বলেন. আনার খুনের দোসররা এ শহরেও ঘাপটি মেরে আছে। তারা হঠাৎ করেই ভেষে উঠে খুনীদের পক্ষে মিছিলও করছে। এখন তারা মরহুম মান্নান পরিবারের উপর ভর করে গীবত সভা করে ওই পরিবারকে ডোবাতে চাচ্ছে। আমরা বলতে চাই জীবিত আনারের চেয়েই মৃত আনার অনেক শক্তিশালী। তার হত্যার বিচার না হওয়া পর্ষন্ত আনরের একটা কর্মীও ঘরে ফিরবে না। 

[৬] যুবলীগ নেতা কবির হোসেনের সঞ্চালনায় সভাতে আরো কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, ভাইচ চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহব্বায়ক শফিকুজ্জামান রাসেল, সাবেক ভাইস চেয়ারম্যান ও কাষ্টভাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রাশেদ শমসের ও কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। 

[৭] সভা শেষে ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি ও সাবেক উপজেলা সভাপতি মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফেরাত কামানায় দোয়া করা হয়। এরপর এমপি আনার হত্যাকারীদের বিচার ফাসির দাবীতে এক র‌্যালী বের শহর প্রদক্ষিন করে। র‌্যালিতে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতা নেতাকর্মী সমর্থকেরা অংশ নেয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়