শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৭:৩৫ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, লুটপাট

মো: সোহেল, নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের কামাল মার্কেটের মঞ্জুরুল ইসলামের দোকানে এই হামলার ঘটনা ঘটে।

[৩] ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, কালাদরাপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ আমার দূর সম্পর্কের আত্মীয় হয়। তার সঙ্গে ১ একর জমি ও করমূল্যা বাজারে চারটি দোকান ভিটি নিয়ে বিরোধ চলছে। কিন্তু আমার সঙ্গে কোনো বিরোধ নেই। ওদের সাথে বিরোধের সূত্র ধরে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাবেক চেয়ারম্যান আনার উল্যাহ ও সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মিত্রের উপস্থিতিতে চেয়ারম্যানের ছেলে আজাদ (৫৫) ও মালেক (৫৩) সহ তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা আমার দোকানে হামলা চালায়। এরপর হামলাকারীরা দোকানের টিন কেটে তছনছ করে দোকানে থাকা নগদ টাকা'সহ পাঁচ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

[৪] অভিযোগের বিষয়ে জানতে চাইতে আনার উল্যাহ চেয়ারম্যানের ছেলে আজাদ বলেন, তাদের সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ থাকার কারণে আমাদের ফাঁসাতে নিজেদের দোকানে নিজেরা হামলা ও ভাঙচুরের নাটক সাজিয়েছে। এই ঘটনায় আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। 

[৫] সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিত্র অভিযোগ নাকচ করে বলেন, প্রতিপক্ষকে মামলায় ফাঁসাতে তারা নিজেরা নিজেদের দোকানে হামলার নাটক সাজায়। এর ভিডিও রয়েছে আমাদের কাছে।

[৬] সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশের থেকে সুবিধা নিতে এসআইয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।  এ ধরনের অভিযোগ ডাহা মিথ্যা। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়