শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: আত্মহত্যা নয়, রান্না ঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৮:২৭ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্টোবরে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

মোস্তাকিম স্বাধীন: [২] হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ ও আধুনিকায়নের সব ধরনের কাজ শেষ পর্যায়ে । তিনতলা বিশিষ্ট ২ লাখ ৫৬ হাজার বর্গফুট আয়তনের থার্ড টার্মিনালটি বিশ্বের বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন একটি স্থাপনা হিসেবে মর্যাদা পেতে যাচ্ছে । 

[৩] ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে যাত্রীরা সহজেই স্বল্পতম সময়ে পৌঁছে যাবেন এই টার্মিনালে। তৃতীয় টার্মিনালটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে যাত্রীদের ভেতরে ঢুকতে ও বের হতে কোনো সমস্যা না হয়। এলিভেটেড এক্সপ্রেসওয়ে,  ভূগর্ভস্থ রেলপথ ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সঙ্গে একটি টানেলের মাধ্যমে সংযুক্ত হবে টানেলটি। (ইনফো টক বিডি)         

[৪] এ বছরের অক্টোবরের মধ্যে টার্মিনালের শতভাগ কাজ ও হস্তান্তর  প্রক্রিয়া শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের আংশিক ব্যবহারের জন্য খুলে দেন । (বাংলা ট্রিবিউন) 

[৫] বেসামরিক বিমান চলাচল  কর্তৃপক্ষের (বেবিচক) উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, অক্টোবরেরই  টার্মিনালটি চালু করার চেষ্টা চলছে। টার্মিনালের কিছু কাজ সম্পন্ন করতে যে অর্থ সংকট ছিলো তা দূর হয়েছে । (দেশ রূপান্তর ১৫-০৭-২০২৪)

[৬] প্রথম ধাপে ১২টি বোর্ডিং ব্রিজ চালু হচ্ছে । 

[৭] ২১ হাজার কোটি টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে ১৬ হাজার কোটি টাকা ঋণ  সহায়তা দিচ্ছে জাপান সরকার । 

[৮] এই টার্মিনালে একসঙ্গে ৩৭ টি উড়োজাহাজ পার্ক করা যাবে । এছাড়া ১৬টি ব্যাগেজ বেল্ট স্থাপন করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকছে এক হাজার ৪৪টি। তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী সেবায় তিনগুণ এবং কার্গো ব্যবস্থাপনায় দ্বিগুণ সামর্থ বাড়বে বলে আশা করছে বেবিচক। (ডেইলি স্টার)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়