শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে হয়নি: ঢামেক পরিচালক

রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউনে আগুনে দগ্ধ হয়ে নিহত ১৬ জনের মৃত্যু বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়েই হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (১৫ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, বিষাক্ত গ্যাসে নয়, আগুনে পুড়ে মারা গেছেন মিরপুরের গার্মেন্টসের ১৬ জন শ্রমিক। ডিএনএ নমুনা সংগ্রহের পর সনাক্তদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এখন পর্যন্ত ১০ জন মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।

এদিকে নিখোঁজদের সন্ধানে ঢামেক হাসপাতাল ও কেমিক্যাল গোডাউনের আশপাশে ভিড় করছেন স্বজনরা। কেউ হারানো প্রিয়জনের খোঁজে নির্বাক বসে আছেন, কেউ বা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনাস্থল এক নজর দেখতে জড়ো হচ্ছেন উৎসুক জনতাও।

অগ্নিকাণ্ডের পর গোডাউনে থাকা বিভিন্ন রাসায়নিক থেকে ক্লোরিনসহ বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে বলে জানা গেছে। সকালে আশপাশের কয়েকটি গার্মেন্টসে কর্মীরা কাজে যোগ দিলে ধোঁয়ার কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে শিয়ালবাড়ির টিনশেড কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। পরে ১২টি ইউনিটের টানা সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

সংস্থাটি আরও জানায়, ভবনের ছাদ টিনশেড এবং তালাবদ্ধ থাকায় গার্মেন্টসে কাজ করছিলেন যেসব শ্রমিক, তারা আর বের হতে পারেননি। গোডাউনে হাইড্রোজেন পার-অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত-আট ধরনের রাসায়নিক মজুত ছিল।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়